আন্দোলন চাই, সময় মতো আমি নিজে নাই, টেলিফোন বন্ধ: গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশিত: 02/09/2020

নিজস্ব প্রতিবেদন :

আন্দোলন চাই, সময় মতো আমি নিজে নাই, টেলিফোন বন্ধ: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্খায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করেন,  ‌‌'আন্দোলন চাই, সময় মতো আমি নাই' - এই মানসিকতা না বদলালে আন্দোলনে সফলতা আসবেনা।

আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে দলটির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আগে ঈমান ঠিক করেন। যেদিন বলতে পারবেন, মরতে হয় মরবো, গণতন্ত্র আনবো। সেদিনই গণতন্ত্র মুক্তি পাবে, খালেদা জিয়া মুক্তি পাবে  এবং সেদিনই জাতীয়তাবাদী শক্তি গোলামীর জিঞ্জির ছিঁড়ে নিজেদের মুক্ত করতে পারবে।

সভায় ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বিএনপির জৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, নিপূণ রায় চৌধুরী, তমিজউদ্দিন আহমেদ প্রমুখ।

আরও পড়ুন

×