প্রকাশিত: 05/09/2020
নারায়নগঞ্জ মহানগরীর তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক ও দু:খ প্রকাশ করেন এবং তাদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
গত শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে নারায়নগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং এতে অর্ধশতাধিক মুসল্লি গুরুতরভাবে দগ্ধ হন।
অগ্নিদগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়, তাদের মধ্যে শেষ খবর পর্যন্ত ১১ জন মারা গেছেন।
এদিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিউটিউটের উপদেষ্টা চিকিৎসক সামন্ত লাল সেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিদের বেশির ভাগের শরীরের ৬০ থেকে ৭০ ভাগ পুড়ে গেছে এবং তাদের প্রায় সকলের অবস্থা আশঙ্কাজনক।