প্রকাশিত: 08/09/2020
করোনা ভাইরাসের কারণে দেশের প্রতিটি ট্রেনের মোট আসনের সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে। এগুলোর সবগুলোই অনলাইনে বিক্রি করা হচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এই ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ ২৫ শতাংশ আসন কাউন্টারে বিক্রি করা হবে এবং বাকি অর্ধেক ২৫ শতাংশ মোবাইল অ্যাপ ও অনলাইনে বিক্রি করা হবে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে। টিকিট বিক্রির এই নতুন নিয়ম ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হচ্ছে। এক্ষেত্রে টিকিট ইস্যু করার অন্যান্য নিয়মগুলি আগের মতই থাকবে।