প্রকাশিত: 25/09/2020
বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার সরকারি কলেজ শাখার, সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন এর উপর অতর্কিত সন্ত্রাসী হামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪)কক্সবাজার কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন
বাড়ি ফেরার পথে কক্সবাজার সরকারি কলেজ গেইট সংলগ্নে পৌঁছলে তার গাড়ি গতিরোধ করে একদল সশস্ত্র সন্ত্রাসী উপর্যপরি হত্যার উদ্দ্যেশে হামলা করেছে।
বলে জানা গেছে। এসময় ১০/১১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র নিয়ে সাখাওয়াত এর উপর হামলা করে।
মারাত্মক জখম করা হয়েছে।
এ সময় এলাকাবাসি এগিয়ে আসলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছোড়ে বলে জানা গেছে। এলাকাবাসীরা জানান কলেজগেট চিহ্নিত ও একাধিক মামলার আসামি শিবির ক্যাডার এর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী সাখাওয়াত এর উপর এই হামলা চালায়।
বর্তমানে সাখাওয়াত হোসেন কক্সবাজার সরকারি হাসপাতাল ভর্তি থাকলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জানা গেছে কক্সবাজার সদর হাসপাতাল থেকে তাকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।