প্রকাশিত: 09/10/2019
ঢাকা মহা নগর দক্ষিন যুবলীগের সাধারন সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া আটকের পর ক্যাসিনো ও মাদক ব্যবসায় বড় নেতাদের হাত রয়েছে বলে গত মাসে প্রকাশ পেয়েছে ।
পরে তার এই ঘটনায় সম্পৃক্তদের ব্যাংক তলব করে দুদক । এর পর আস্তে আস্তে উঠে আসে ক্যাসিনো সহ বিভিন্ন অবৈধ ব্যবসায় জড়িত নেতাদের নাম ।পরে অবৈধ ব্যবসায় পরিচলনার দায়ে আটক করা হয় জি কে শামীম
ও যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সহ বেশ কয়েক জনকে । পরে নেতাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয় ।
পরে সাংবাদিকদের এই প্রশ্নে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন । আমার কাছে এমন কোন সংবাদ আসেনি তিনি বলেন আমি কেনো দেশ থেকে পালাব , পালাবার কোন কারন তো দেখি না ।
এই সর্ম্পকে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন । আমি রাজনীতি করি , আর রাজনীতি করলে ভুল হতেই পারে । আর ভুল করলে পুলিশ আমাকে গ্রেপ্তার করলে আমার কাজ হবে আদালতে আমাকে নির্দোষ প্রমাণিত করা ।
আর অপরাধ হচ্ছে প্রমাণের বিষয় প্রমাণ না থাকলে কেউ কোন দিন অপরাধি হতে পারে না ।