প্রকাশিত: 10/10/2020
নামাজ আদায় করতে গিয়েও আওয়ামী লীগ কর্মীদের বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ।
গতকাল শুক্রবার যাত্রাবাড়ী ওয়াসা রোড জামে মসজিদে জুমার নামাজ পড়তে মসজিদের প্রবেশের সময় তিনি এসব কথা বলেন।
সালাউদ্দিন আহমেদ আরও বলেন, ‘একজন ঈমানদার মুসলমান হিসেবে বৃহস্পতিবার জনতাবাগের একটি মসজিদে নামাজ আদায় করার জন্য আমি গিয়েছিলাম। কিন্তু সেখানে আওয়ামী সন্ত্রাসী বাহিনী দিয়ে আগেই সবকিছু ব্লক করে দেয়া হয়েছে। যাতে আমি সেখানে নামাজ পড়তে না পারি।’
তিনি বলেন, ‘আজ শুক্রবার (গতকাল) আমি এখানে নামাজ পড়তে এসেছি কাউকে না জানিয়ে। এমনকি আমার দলীয় নেতাকর্মীদেরও জানানো হয়নি। আগাম জানিয়ে আসলে আওয়ামী লীগের লোকেরা আমার নামাজে বাধাগ্রস্ত করবে। যে কারণে আমি এখানে না জানিয়ে নামাজ পড়তে এসেছি।’
এসময় সালাউদ্দিন বলেন, ‘আমার প্রচারণায় হামলা করা হচ্ছে, প্রচারণায় পুলিশ দিয়ে বাধা দেয়া হচ্ছে। তাই আমি এলাকাবাসীর কাছে যেতে পারছি না।’