ধর্ষণ বিদায় করতে মৃত্যুদণ্ডের বিধান নিশ্চিত করতে হবে : জিএম কাদের

প্রকাশিত: 11/10/2020

নিজস্ব প্রতিবেদন :

ধর্ষণ বিদায় করতে মৃত্যুদণ্ডের বিধান নিশ্চিত করতে হবে : জিএম কাদের

জাতীয় পার্টি চেয়াম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, দেশ থেকে ধর্ষণ বিদায় করতে বিদ্যামান আইন সংশোধন করে মৃত্যুদন্ডের বিধান নিশ্চিত করতে হবে। 

তিনি আরও বলেন, ধর্ষণের বিচার করতে বিশেষ ট্রাইব্যুন্যাল গঠন করে স্বল্প সময়ের মধ্যে বিচার করতে হবে। দ্রুততার সঙ্গে বিচারের রায় কার্যকর করলেই দেশ থেকে ধর্ষণের মতো সামাজিক ব্যধি দূর করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষের মাঝে আস্থা ফিরে আসবে এবং অপরাধীরা অপরাধ করতে সাহস পাবে না।

গতকাল শনিবার কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সংগঠনিক সভায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে এসব কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ এসিড সন্ত্রাস রোধ করতে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করেছিলেন। তখন দ্রুত বিচার সম্পন্ন করে বিচারের রায় কার্যকর করায় দেশ থেকে এসিড সন্ত্রাস দূর হয়েছিল। তাই বর্তমান পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড নিশ্চিত করলেই লজ্জাজনক এই পরিস্থিতি থেকে রেহাই মিলবে।

আরও পড়ুন

×