ঢাবি'র ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে

প্রকাশিত: 20/10/2020

অনলাইন ডেস্ক:

ঢাবি'র ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে

বিগত বছরগুলোতে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা হলেও এ বছর ১০০ নম্বরে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ বিষয়ে আলোচনা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিক্ষা অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষা ২০০ নম্বর হলেও এবার পূর্ণমান থাকবে ১০০। 

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক থেকে রেজাল্টের উপর ৮০ নম্বর থাকলেও সেটি কমিয়ে ২০ নম্বর করা হয়েছে। আর এমসিকিউ নম্বর ৭৫ থেকে ৩০ করা হয়েছে। এছাড়া লিখিত পরীক্ষার নম্বর থাকবে ৫০। সবমিলিয়ে ১০০ নম্বরের উপর ভর্তিচ্ছুদের মেধাক্রম তৈরি করা হবে।

এছাড়াও সভায় অনলাইন মাধ্যমে ভর্তি পরীক্ষার বিপক্ষে মত দিয়েছেন ডিনবৃন্দ। এর পরিবর্তে বিভাগভিত্তিক পরীক্ষা হতে পারে। 

ডিসেম্বরে এসএসসি পরীক্ষা ফল প্রকাশ হওয়ার পরে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন

×