নভেম্বর মাসে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা 

প্রকাশিত: 25/10/2020

আবহাওয়া ডেস্ক:

নভেম্বর মাসে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা 

আগামী মাসে (নভেম্বর) ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। শনিবার সকালে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন অধিদফতরের উপপরিচালক কাওসার পারভীন।

তিনি বলেন, আগামী দিন থেকেই আমরা স্বাভাবিক আবহাওয়া আশা করছি। এই মেঘ-বৃষ্টি কেটে গেলেই শীতের প্রকোপ চলে আসবে। অক্টোবর-নভেম্বর মাস ঘূর্ণিঝড়ের মাস। আগামী মাসে এ রকম দু-একটা ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা আছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন

×