প্রকাশিত: 27/10/2020
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে ফ্রান্স দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি শুরু করেছে তারা। ঘেরাও কর্মসূচির প্রস্তুতি হিসেবে সকাল ১০টা থেকে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে তারা জড় হতে থাকে।
মিছিলে নেতৃত্ব দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। দলের আমীর সৈয়দ রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, তার এসব মন্তব্যের জন্য ফ্রান্সের প্রেসিডেন্টকে মুসলমানদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, এবং বাংলাদেশ সরকারকে সংসদে প্রস্তাব এনে ফ্রান্সের নিন্দা করতে হবে।