প্রকাশিত: 27/10/2020
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ২০ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যু ৫ হাজার ৮৩৮ জন।
আর ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৩৫ জন। এ নিয়ে মোট সনাক্ত ৪ লাখ ১ হাজার ৫৮৬ জন।
আজ মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।
গত এক দিনে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫২৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ১৮ হাজার ১২৩ জন।