প্রকাশিত: 12/10/2019
রাজনীতি চলবে কিনা এটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন ,বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক ভাবে রাজনীতি চলবে কি না , সে বিষয়ে বিশ্ব বিদ্যালয় ও প্র্র্রশাসন সিদ্ধান্ত নেবে বলে জানালেন শিক্ষামন্ত্রী দীপু মনি । আজ শনিবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে গণমাধ্যমে বলেন ;
চাঁদপুর -৩ আসনে সাংসদ দীপু মণি বলেন , যে বিশ্ববিদ্যালয় গুলো ১৯৭৩ সালের অধ্যাদেশ দিয়ে চলে ,তারা তাদের অধ্যাদেশ অনুযায়ী এবং বাকি যতো বিশ্ববিদ্যালয় থাকে তারা নিজস্ব আইন দ্বারা পরিচালিথত হয় এ জন্য সাংগঠনিক রাজনীতি চলবে , না বন্ধ হবে , সেটার সিদ্ধান্ত এক মাত্র প্রশাসন আর বিশ্ববিদ্যালয় নিজেই নিবে । বুয়েটে যে ঘটনা ঘটেছে সেখানে অপরাজনীতি, ক্ষমতার অপব্যবহার— এগুলো হয়তো একটি ভূমিকা পালন করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবাসিক হলগুলোতে র্যাগিং, বুলিংয়ের অপসংস্কৃতি ছিল দীর্ঘদিন ধরে, যেটি পৃথিবীর অধিকাংশ দেশেই আছে এবং তা নিয়ে সমস্যা হচ্ছে । সেটি বন্ধ করার ক্ষেত্রে বুয়েটের ছাত্র, শিক্ষক, অভিভাবকদের যদি আগে থেকেই একটু উদ্যোগ থাকত, তাহলে এই ধরনের ঘটনা ঘটত না।’
তিনি আরও বলেন , ‘সব ক্ষেত্রে রাজনীতিকে দোষ দিলে হবে না। রাজনীতি ছাড়া দেশ চলে? চলে না । আপনি যা কিছু করবেন, তা রাজনৈতিক সিদ্ধান্তেই হয়ে থাকে। কিন্তু রাজনীতিটা যেন সুষ্ঠু হয়, সুস্থ ধারার হয় সেইটি খেয়াল রাখতে হবে। রাজনীতিকে যেন কেউ ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। এর জন্য রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সমাজের সবাইকে সচেতন হতে হবে। আর এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদেরও একটি বিরাট ভূমিকা রয়েছে।’ সেই ভূমিকা টা পালন করতে হবে ।