ঢাকা-১৮ আসনের উপনির্বাচেনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবীব হাসান নির্বাচিত

প্রকাশিত: 12/11/2020

অনলাইন ডেস্ক:

ঢাকা-১৮ আসনের উপনির্বাচেনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবীব হাসান নির্বাচিত

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।

এদিকে, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার ৩২৫, গণফ্রন্টের কাজী মো. শহিদুল্লাহ ১২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেস মো. ওমর ফারুক ৯১ এবং প্রগতিশীল গণতান্ত্রিক দল মো. মহিবুল্লাহ বাহার ৮৭ ভোট পেয়েছেন।

আজ বৃহস্পতিবার ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা-১৮ আসন ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দন এলাকা নিয়ে গঠিত। এ আসনে ভোটকেন্দ্র সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা ১৩৫৩টি। মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন।

আরও পড়ুন

×