সম্রাটের মায়ের আকুতি প্রধানমন্ত্রীর কাছে 

প্রকাশিত: 13/10/2019

নিজেস্ব প্রতিবেদন

সম্রাটের মায়ের আকুতি প্রধানমন্ত্রীর কাছে 

সম্রাটের মায়ের আকুতি প্রধানমন্ত্রীর কাছে 

ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার করা আসামী মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট । আর তার আপরাধের জন্য এবং যতো ভুলত্রু টির জন্য ক্ষমা চেয়ে সম্রাটের মা সায়েবা খাতুন চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানান । আজ বেলা ১১ টায় মা সায়েবা খাতুন চৌধুরীর পক্ষ থেকে তার মেয়ে ফারহান চৌধুরী একটি লিখিত বক্তব্য পাঠান । 
সেখানে লেখা ছিলো; মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমার আকুতি এটা যে আপনিওতো একজন মমতাময়ী মা , মানবতার মা, সম্রাট তো আপনারি কর্মী । আর একজন মা হয়ে আপনার কাছে আকুতি করছি যে আমার ছেলে সম্রাট যে ভুলত্রুটি করেছে সেটা ক্ষমা করে ওকে মুক্ত করে দিন । তাকে যেনো উন্নত মানের চিকিৎসার সুযোগ করে দিন আমার সন্তানের জীবন রক্ষা করুন । ২০০৩ সালে সম্রাটকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। ১৯৯৯ সালে উপমহাদেশের বিখ্যাত চিকিৎসক দেবী শেঠির অধীনে সম্রাটের ওপেনহার্ট সার্জারির মাধ্যমে ভালভ প্রতিস্থাপন করা হয়। তখন থেকে সম্রাট আজ অবধী অসুস্থ শরীল নিয়ে দলের জন্য কাজ করে যাচ্ছে।
   

আরও পড়ুন

×