প্রকাশিত: 15/11/2020
আজ রোববার বাংলাদেশ কোস্টগার্ডের দুটি অফশোর প্যট্রল ভেসেল, পাঁচটি ইনশোর প্যাট্রল ভেসেল, দুটি ফাস্ট প্যাট্রল বোট ও বিসিজি বেইজ ভোলার কমিশনিং অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের হাত ধরেই সমুদ্রসীমায় অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ক্ষমতায় না এলে এই সমুদ্রসীমায় আমাদের যে অধিকার আছে এটা কোনো দিনই প্রতিষ্ঠিত হতো না।
প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রসীমায় বাংলাদেশের অধিকার নিশ্চিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে আইন করে দিয়ে যান।
শেখ হাসিনা আরো বলেন, আমরা যদি জিয়াউর রহমান সরকারের কথা বলি, এরশাদ সরকারের কথা বলি বা খালেদা জিয়ার কথা বলি, যার কথাই বলি একজনও সমুদ্রসীমায় আমাদের যে অধিকার আছে, সেই অধিকারের কথা কখনও উল্লেখ করেনি।
এসময় সুনাম বজায় রাখতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও ইমানের সঙ্গে দায়িত্ব পালন করতে কোস্টগার্ডের সদস্যদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।