দেশের গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণে মহাপরিকল্পণার নির্দেশ প্রধানমন্ত্রীর 

প্রকাশিত: 17/11/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

দেশের গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণে মহাপরিকল্পণার নির্দেশ প্রধানমন্ত্রীর 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সরকারি ব্যয়ে সারাদেশে রাস্তা-ঘাট, সেতু, কালভার্টসহ অন্যান্য অবকাঠামো তৈরি করছি সেগুলো কিভাবে আরও নজরদারি বাড়ানো যায় তা লক্ষ্য রাখতে হবে।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির(একনেক) সভায় প্রকল্প সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনাকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এসব নির্দেশ দেন।

সরকারি বাসভবন গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বৈঠকে তিনি সভাপতিত্ব করেন। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রিবর্গ, সচিব ও অন্যরা যুক্ত হন। 

বৈঠক শেষে সাংবাদিকদের পরিকল্পনা সচিব মো. আসাদুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী একটি মাস্টার প্ল্যান চেয়েছেন, যেখানে উল্লেখ করা থাকবে কোন রাস্তা কোথায় ও কিভাবে করা হবে।

আসাদুল ইসলাম আরও জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, রাস্তাগুলো যেন দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং তার কোয়ালিটি ঠিক থাকে। রাস্তায় যেন কোন পানি জমে না থাকে, রাস্তায় পানি জমে থাকলে তা টেকসই হয়না। এগুলো তদারকির জন্য তিনি নির্দেশ দিয়েছেন।
 

আরও পড়ুন

×