প্রকাশিত: 20/11/2020
না ফেরার দেশে চলে গেলেন জাতীয় শ্রমিক লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু। শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গত বছরের ৯ নভেম্বর শ্রমিক লীগের কেন্দ্রীয় কাউন্সিলে ফজলুল হক মন্টুকে সভাপতি নির্বাচিত করা হয়। জাতীয় শ্রমিক লীগ রাজনীতিতে ফজলুল হক মন্টু খুবই পরিচিত নাম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলা মুজিব বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন।