ভারত ও চীন রোহিঙ্গা সঙ্কট নিয়ে জাতিসংঘের সিদ্ধান্তের বিরোধিতা 

প্রকাশিত: 21/11/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

ভারত ও চীন রোহিঙ্গা সঙ্কট নিয়ে জাতিসংঘের সিদ্ধান্তের বিরোধিতা 

জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটি রোহিঙ্গা সঙ্কটের জরুরি সমাধানের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। "মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি" শীর্ষক এই প্রস্তাবটি চতুর্থবারের মতো ১৮ নভেম্বর বিপুল ভোটে গৃহীত হয়। তবে প্রতিবেশী দেশ ভারত এই প্রস্তাবে ভোট দেয়নি।

১০৪ টি দেশ প্রস্তাবটি পৃষ্ঠপোষকতা করেছে। ১৩২ টি দেশ রেজুলেশনের পক্ষে ভোট দিয়েছে, ৯ টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে এবং ৩১টি দেশ ভোট দানে বিরত থাকে।

রাশিয়া, চীন, মিয়ানমার, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, জিম্বাবুয়ে এবং লাওস এই দেশগুলো প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। যে দেশগুলি ভোট দেয়নি তাদের মধ্যে প্রতিবেশী দেশ ভারত, সার্কের দেশ নেপাল এবং শ্রীলঙ্কা, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভেনিজুয়েলা অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা জাতিসংঘের প্রস্তাবটিতে অব্যাহত সমর্থনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


 

আরও পড়ুন

×