বাংলাদেশের ব্যাংকগুলোতে আবারও সাইবার হামলার আতঙ্ক, বাড়তি সতর্কতা জারি 

প্রকাশিত: 22/11/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

বাংলাদেশের ব্যাংকগুলোতে আবারও সাইবার হামলার আতঙ্ক, বাড়তি সতর্কতা জারি 

সাইবার হামলার ভয়ে বাংলাদেশের ব্যাংকগুলোকে অর্থ মন্ত্রণালয় বাড়তি সতর্কতা জারির পরামর্শ দিয়েছে। এ বিবেচনায় ব্যাংকগুলো অনলাইন লেনদেন এবং এটিএম বুথগুলোতে বাড়তি নজরদারিতে রাখা হয়েছে। 

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকগুলিকে একটি চিঠি জারি করার পর থেকে সতর্কতার অংশ হিসেবে কিছু কিছু ব্যাংক রাতে তাদের এটিএম বুথ বন্ধ রাখছে।

অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে যে, উত্তর কোরিয়াভিত্তিক হ্যাকার গ্রুপ বিগল বয়েজ ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরিতে জড়িত ছিল। তারা আবারও বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন ও সুইফট নেটওয়ার্কে হ্যাক করতে পারে।

এই সতর্কতার পর ব্যাংকগুলি অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় সুরক্ষা বাড়িয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক বাড়তি সতর্কতার অংশ হিসেবে রাত ১১ টা থেকে সকাল আটটা পর্যন্ত এটিএম বুথ বন্ধ রাখছে।

আরও পড়ুন

×