ঘাস চাষ শিখতে কর্মকর্তাদের বিদেশ সফর, কাটছাঁট হচ্ছে সফরে

প্রকাশিত: 24/11/2020

নিজস্ব প্রতিবেদন :

ঘাস চাষ শিখতে কর্মকর্তাদের বিদেশ সফর, কাটছাঁট হচ্ছে সফরে

ঘাস চাষাবাদের কৌশল শিখতে বাংলাদেশ সরকার ৩২ কর্মকর্তাদের বিদেশ পাঠানোর কথা থাকলেও তা কমিয়ে আনার নিদেশ দিয়েছেন।  

আজ মঙ্গলবার অনুষ্ঠিত এক বৈঠকে ও প্রাণীপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস সম্প্রসারণ ও লাগসাই প্রযুক্তি হস্তান্তন্হ প্রকল্পটি অনুমোদন দিতে গিয়ে এ নিদের্শ দেন। পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম । 

সচিব আরও বলেন, একনেক সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এই নিয়ে অনেক গণমাধ্যম রির্পোটও করেছে। ঘাস চাষ প্রশিক্ষণ ব্যয় কমিয়ে আনার কথা বলা হয়েছে।  এছাড়া যারা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করেন শুধু  তারাই প্রশিক্ষণ  নিতে যাবেন।   

প্রকল্পেটির মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১১৬ কোটি ৫৩ লাখ টাকা।  বর্তমানে ১ লিটার দুধের খরচ ২৪ টাকা।  ঘাস খাওয়ানোর ফলে প্রতি লিটার দুধের উৎপাদন খরচ কমবে ৩০ শতাংশ নেপিয়ার ঘাসের ৪/৫ টি জার্ম প্লাজম দেশে আনা হবে। এগুলো কিভাবে সারা দেশের খামার পর্যায়ে পৌঁছে  দেওয়া যায়, সেই বিষয়ে তিনটি দেশে কর্মকর্তারা ১৫ দিন থেকে ১ মাসের প্রশিক্ষণ নেবেন।   

আরও পড়ুন

×