প্রকাশিত: 26/11/2020
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহামারী করোনভাইরাস দ্বিতীয় পর্বের অবস্থা কেমন হবে তা আমরা জানিনা। সুতরাং আমাদের সব ধরণের প্রস্তুতি নিতে হবে, সবাইকে সচেতন হতে হবে। এর জন্য যা করা দরকার তা সম্পর্কে আমি নির্দেশনা দিয়েছি। করোনার কারণে, আমাদের স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতে হবে এবং অন্যকেও এই সম্পর্কে সচেতন করতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিসিএস প্রশাসন ক্যাডারদের ১১৬, ১১৭ ও ১১৮তম আইন ও প্রশাসন কোর্সের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীএসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা বাংলাদেশের উন্নতির চেষ্টা করছি। দেশটাকে ডিজিটালে পরিণত করেছি। করোনার মাঝেও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। আমরা বাংলাদেশের উন্নয়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছি।