প্রকাশিত: 26/11/2020
সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নস্থ পূষনী মৌজার সরকারী ভুমি ব্যক্তিগত ভাবে কাউকে বন্দোবস্ত প্রদান না করতে সিলেট জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন তিন গ্রামের বাসিন্দা। গতকাল ২৫/১১/২০২০ইং রোজ বুধবার বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর, বাদেকাবিলপুর, ভাটপাড়া গ্রামবাসীর যৌথ উদ্যোগে স্বাক্ষরিত পৃথক দুটি আবেদন জেলা প্রশাসক বরাবরে দাখিল করা হয়েছে। আবেদনকৃত দরখাস্তের ভিত্তিতে জানা যায়, উপজেলার পূষনী মৌজার জে এল নং ৪২, এস এ খতিয়ান নং ০১, এস এ দাগ নং ১৫৬, এতে ৫.৯৮ একর ভুমি এস এ রেকর্ডে গোচর রকম ভুমি ছিল। যা বিএস জরিপী রেকর্ডে গোচরের স্থলে পতিত লিখা হয়। উক্ত দাগ ও খতিয়ানের ভুমির বিএস রেকর্ড সংশোধন করে পতিত থেকে এসএ রেকর্ডের অনুরূপ গোচর করার দাবীতে একটি আবেদন করা হয়েছে। অন্য আবেদনে জানা যায় দরখাস্তে উল্লেখিত ভাটপাড়া, জয়নগর, বাদেকাবিলপুর গ্রামবাসী পূর্বকাল হতে তফশীল বর্ণিত ভুমিতে গরু, মহিষ, ভেড়া ছাগল চরাইয়া আসিতেছেন। ইদানিং তারা জানতে পারেন যে প্রশাসন কর্তৃক ব্যক্তি বা প্রতিষ্টানের নিকট উক্ত দাগের ভুমি বন্দোবস্ত প্রদানের তোড়জোড় চলছে। উক্ত ভুমি ব্যক্তি বা প্রতিষ্টানের নিকট বন্দোবস্ত দেওয়া হলে দরখাস্তকারী তিনটি গ্রামবাসী দীর্ঘদিন হতে চলে আসা গরু, মহিষ, ছাগল, ভেড়া চরাইতে চরম ক্ষতির সম্মুখীন হবেন। এ কারণে এই ভুমি বন্দোবস্ত না দিতে জেলা প্রশাসকের কাছে লিখিত ভাবে ন্যায় ও সুবিচার কামনা করেছেন। দরখাস্তকারীদের পক্ষে প্রবীণ সাংবাদিক, গবেষক ও কবি মিজানুর রহমান মিজানের নেতৃত্বে বাদেকাবিলপুর, ভাটপাড়া ও জয়নগর গ্রামের বিশিষ্ট প্রবীণ মুরব্বীদের স্বাক্ষরিত দাবী আদায়ের দরখাস্তগুলি যথাক্রমে ২৫ ও ২৭ নং স্মারকে ২৫/১১/২০২০ ইং তারিখে জেলা প্রশাসক কার্যালয়ে গৃহীত হয়েছে বলে জানা গেছে।