প্রকাশিত: 29/11/2020
আজ রবিবার (২৯ নভেম্বর) বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু রেল সেতু ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে ব্রিজের পশ্চিম ও পূর্ব প্রান্তে বঙ্গবন্ধু সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনে অংশ নেবেন।
রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এই সেতুটি বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে বঙ্গবন্ধু সেতু থেকে ৩০০মিটার উত্তরে নির্মিত হবে। জাপানি ঠিকাদাররা ৪.৮ কিলোমিটার দীর্ঘ রেলপথটি তৈরি করবে। সেতুটি মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭৮১ কোটি টাকা।
প্রকল্পের সময়সীমা ২০২৩ সালের মধ্যে সম্পন্নের নির্ধারিত হলেও পরে সংশোধিত সময়কাল ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ২ বছর বাড়ানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতুর উপর চাপ অনেকটা কমে যাবে। এতে বঙ্গবন্ধু সেতুর উপর ঝুঁকিও হ্রাস পাবে।