দেশে একমাত্র বঙ্গন্ধুর ভাস্কর্যই হবে

প্রকাশিত: 29/11/2020

নিজস্ব প্রতিবেদন :

 দেশে একমাত্র বঙ্গন্ধুর ভাস্কর্যই হবে

শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের স্মরণসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে এই স্বাধীন দেশের স্বাধীন চেতনা।

এছাড়া আমাদের মুক্তিযোদ্ধাদের চেতনা ধরে রাখার জন্য ও তাদের চিরস্বরনী করে রাখার জন্য ভাস্কর্য স্থাপন করা হবে।  

এসময় তিনি আরও বলেন, দেশে কোনো অপশক্তি নেই এই ভাস্কর্যে বিরুদ্ধে কথা বলার রাষ্ট্র আইনি ব্যবস্থা নিবে, জনগণ তাদের প্রতিহত করবে।   

মাহবুব উল আলম হাফিন বলেন, বাংলাদেশে কিছু আলেম ওলামা-মাশায়েখ উগ্র কথা বলেছেন। তারা নাকি ইসলামের ধারক-বাহক। এ দেশে 
কোনো জঙ্গিবাদ ও মৌলবাদের স্থান নেই।  ইসলাম একটি শান্তির ধর্ম। 

ওলামা-মাশায়েখদের কাছে প্রশ্ন উত্থাপন করে তিনি আরো বলেন, এদেশে সরকার আছে, জনগণ আছে। তাদের শক্তি সম্পর্কে আপনাদের রাস্তা থাকতে হবে। জঙ্গিবাদী ও সন্ত্রাসী কথা বলে শ্রদ্ধা ধরে রাখা সম্ভব হবে না।   

অযথা মাঠ গরম করে কোনো লাভ নেয় ।  আমাদের সরকারের প্রতি বিশ্বাস রেখে  সবাই কে এক সাথে  কাজ করতে হবে 

আরও পড়ুন

×