প্রকাশিত: 29/11/2020
দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে মৃত্যু হয়েছে ২৯ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৬ হাজার ৬০৯ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৭৮৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জন।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রান্ত সর্বশেষ এসব তথ্য জানিয়েছে।
প্রেস ব্রিফিং-এ আরও বলা হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ২৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৭৮ হাজার ১৭২ জন।