প্রকাশিত: 01/12/2020
আজ সোমবার মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভার এক বৈঠকে জানা, করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারে সরকার আরো কঠোর হচ্ছে। বর্তমানে মানুষের মাস্ক না পরার প্রবণতা রয়েছে এভাবে আর ৭-১০ দিন দেখা হবে। এরপরও সকলে মাস্ক না পরলে জেলের বিধান কার্যকর করা হতে পারে।
তিনি আরও বলেন, আগে থেকেই আমরা জানিয়েছি সপ্তাহখানেকের মধ্যে মাস্ক ব্যবহারে আরেকটু স্ট্রং অ্যাকশনে যাব। এতেও কোন পরিবর্তন না আসলে বেশি জরিমানা এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তারপর পরিবর্তন না আসলে কি করা হবে সাংবাদিকদের এমন পশ্নের জবাবে খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, তারপর তাদেরকে জেলে পাঠানো হবে। লোকজন তারপরও সতর্ক না হলে কি করা যাবে, আমরা তো আর ঝুঁকি নিতে পারি না।