প্রকাশিত: 02/12/2020
নিউজ ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতারা শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির নেতৃত্বে নেতারা টুঙ্গিপাড়ায় এসে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। এরপর নেতৃবৃন্দ বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত, নুরুল আমিন রুহুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ কামাল, মহিউদ্দিন আহমেদ মহি, প্রচার সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন হেলাল, সূত্রাপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।