প্রতিবন্ধীদের সকল আর্থ-সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: 03/12/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

প্রতিবন্ধীদের সকল আর্থ-সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষ, সংশ্লিষ্ট সকল স্বেচ্ছাসেবী সংস্থা এবং দেশি-বিদেশি সংস্থাগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বুধবার ২৯ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২০ উপলক্ষে এক বার্তায় তিনি এই আহ্বান জানান।

আজ ৩ ডিসেম্বর, প্রতিবন্ধী আন্তর্জাতিক দিবস এবং ২২তম জাতীয় দিবস। এবারের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য হ'ল 'কোভিড -১৯ এ প্রতিবন্ধী ব্যক্তিদের জড়িত করুন, একটি নতুন টেকসই বিশ্ব গড়ুন'।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের সকল আর্থ-সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে সক্ষম হবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন

×