দেশে অরাজকতা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: 07/12/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

দেশে অরাজকতা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভাস্কর্য ইস্যু নিয়ে দেশে আর কোনও অরাজকতা করার সুযোগ দেওয়া হবে না। রবিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার মূল অপরাধীদের চিহ্নিত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নাম বলেননি।

হেফাজতে ইসলামের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা এর আগে শাপলা চত্বরের ঘটনা সম্পর্কে মিথ্যা কথা বলে আসছিল। তিনি আরও বলেন, তারা যদি মনে করে তারা এখন অনেক শক্তিশালী তবে তারা ভুল করবে।

উল্লেখ্য, কুষ্টিয়া পৌরসভার ৫ সড়কের মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যটির শুক্রবারে গভীর রাতে ডান হাত, পুরো মুখ এবং বাম হাতের কিছু অংশ ভেঙে ফেলে।
 

আরও পড়ুন

×