সুস্থ হওয়ার পর রিজভী বস্তিবাসীদের ত্রাণ দিতে যান

প্রকাশিত: 07/12/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

সুস্থ হওয়ার পর রিজভী বস্তিবাসীদের ত্রাণ দিতে যান

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভী সুস্থ হওয়ার পর বস্তিবাসীদের মাঝে ত্রাণ সামগ্রী এবং শীতের পোশাক বিতরণ করতে মোহাম্মদপুরে যান।

রবিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর জহুরী মহল্লার নিকটে আগুনে পুড়া বস্তিতে ত্রাণ সামগ্রী বিতরণ করতে যান। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতৃত্বে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

হার্ট অ্যাটাকের পরে অনেকদিন অসুস্থ ছিলেন এই বিএনপি নেতা। তার অবস্থার উন্নতি হওয়ায় ২৪ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চিকিৎসকদের পরামর্শে তিনি এত দিন বাসায় বিশ্রাম নিচ্ছিলেন।

জনাব রিজভী এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। হাসপাতাল থেকে ফিরে তিনি প্রথমবারের মতো এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

ত্রাণ বিতরণকালে রিজভী বলেন, অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণের মুক্তি আসবে না। স্বৈরাচারী ও দুর্নীতিবাজ সরকারের পতনের পরই শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।

ত্রাণ বিতরণে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রদল পশ্চিমের সভাপতি কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন মাহমুদ বাবুসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

আরও পড়ুন

×