প্রকাশিত: 08/12/2020
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর চরমোনাই বলেছেন, দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে গভীর ষড়যন্ত্রে ইসলামবিরোধী চক্র জড়িত। একটি মহল সরকার ও ইসলামপন্থীদের মুখোমুখি করার চেষ্টা করছে।
গতকাল পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক জরুরি সভায় তিনি এ মন্তব্য করেন। মাওলানা গাজী আতাউর রহমানের পরিচালনায় নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে পীর চরমোনাই শীর্ষ উলামায়ে কেরামের বিরুদ্ধে অবমাননাকর ও উস্কানিমূলক বক্তব্য বন্ধের দাবি করেন।
আজ সংবাদ সম্মেলন: দেশে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সে বিষয়ে কথা বলতে পীর চরমোনাই আজ দুপুর বারোটায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন ডেকেছেন।