ভ্যাকসিন নিয়ে কেউ যেন ব্যবসায় করতে না পারে

প্রকাশিত: 13/12/2020

নিজস্ব প্রতিবেদন :

ভ্যাকসিন নিয়ে কেউ যেন ব্যবসায় করতে না পারে

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে ৩ কোটি ডোজ ভ্যাকসিন বুকিং দিয়েছে সরকার। প্রত্যেককে দুটি করে ডোজ দেয়া হবে। আর এই ভ্যাকসিন নিয়ে কেউ যেন বাণিজ্য করতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, আবার নকল ভ্যাকসিন যেন কেউ সরবাহর করতে না পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে।

গতকাল শনিবার জাতীয় ছাত্রসমাজের এক অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।  

জিএম কাদের বলেন, দেশের ৯০ ভাগ মানুষ ভ্যাকসিন কিনতে পারবেন না। তাই গরীব, অসহায়, সাধারণ মানুষকে বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। 

এসময় তিনি আরও বলেন, দেশের প্রতিটি দুর্যোগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বলা হয় দুর্যোগ মোকাবেলায় সবকিছু প্রস্তুত রয়েছে। কিন্তু বাস্তবে সবকিছু এলামেলা।  তাই করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিন পরিবহন, সংরক্ষণ এবং ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

×