করোনার ভ্যাকসিন পাওয়া যাবে ১৫ জানুয়ারির পর: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: 14/12/2020

নিজস্ব প্রতিবেদন:

করোনার ভ্যাকসিন পাওয়া যাবে ১৫ জানুয়ারির পর: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১৫ জানুয়ারির পর দেশে করোনার ভাইরাস ভ্যাকসিন পাওয়া যাবে। রবিবার স্বাস্থ্য অধিদফতরে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে একটি ভ্যাকসিন চুক্তি সই করার পর তিনি এসব কথা বলেন।

সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, দেশে এই ভ্যাকসিন কবে আসতে পারে সে সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমরা আশা করছি ১৫ জানুয়ারির পর এই ভ্যাকসিনটি পেয়ে যাব।" তার আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের প্রয়োজন হবে। আমাদের ওষুধ প্রশাসন অধিদফতরেরও অনুমোদনের ব্যাপারটিও রয়েছে। আশা করছি, আমরা শীঘ্রই এটি পেয়ে যাব।

বিশেষ সূত্রমতে, এই চুক্তির আওতায় জানুয়ারী থেকে শুরু হওয়া পরবর্তী ৬ মাসে বাংলাদেশ ৫০ লাখ করে মোট ৩ কোটি টিকা পাবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ-সুইডিশ ড্রাগ প্রস্তুতকারক অ্যাস্ট্রাজেনেকা দ্বারা তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনটি ভারতে সিরিম ইনস্টিটিউট তৈরি করেছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি. এই ভ্যাকসিনটি বাংলাদেশে আনছে।

আরও পড়ুন

×