স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ভাস্কর্য বিষয়ে আলেমদের সহিত বৈঠক 

প্রকাশিত: 15/12/2020

নিজস্ব প্রতিবেদন:

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ভাস্কর্য বিষয়ে আলেমদের সহিত বৈঠক 

দেশের শীর্ষ কওমি আলেমদের সহিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বৈঠক হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি নির্মাণের সৃষ্ট অশান্তি নিরসনের জন্য।

সোমবার (১৪ ডিসেম্বর) রাত ৯ টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শুরু হয়। তারা প্রায় দেড় ঘন্টা কথা বলেন। কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ডের হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান অনুষ্ঠানে নেতৃত্ব দেন।

সভায় আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ, মাওলানা আতাউল্লাহ হাফেজজি, মাওলানা নুরুল ইসলাম জিহাদি, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন গওহরপুরী, গওহরডাঙ্গার মাওলানা রুহুল আমিন ও আম্বর শাহ শাহী মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার (১৫) সভার সিদ্ধান্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করবেন। উল্লেখ্য, হেফাজতে ইসলামের নেতাসহ কওমি আলেমরা ঢাকার ধোলাইপাড় এলাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বিরোধিতা করছেন।

ভাস্কর্যের ইস্যুতে রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় ৫ ডিসেম্বর মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এক সভায় আলেমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিষয়টি নিয়ে উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য পাঁচটি প্রস্তাব করেছিলেন। তারা এসব বিষয়ে কথা বলতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার অনুমতি চান।

জানা গেছে, করোনভাইরাস (কোভিড -১৯) সংক্রমণের কারণে প্রধানমন্ত্রী এখন যেহেতু সরাসরি কোনও বৈঠকে অংশ নেন না, তাই ভাস্কর্যের বিষয়ে আলেমদের সাথে কথা বলার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হয়েছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রী আলেমদের নিয়ে বৈঠকে বসেন বলে জানা গেছে।

সভায় আলেমরা ভাস্কর্যটির বিরুদ্ধে ব্যাখ্যা মন্ত্রীর সামনে উপস্থাপন করেন।এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের আগ্রহের কথাও আলোচনা হয়। খতিব মাওলানা মাজহারুল ইসলাম বলেছেন, "বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি। আরও সভা হবে।"

আরও পড়ুন

×