প্রকাশিত: 16/12/2020
গভীর রাতে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপিবাগের বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত আনুমানিক ৩ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এসময় বাসায় তেমন কোন লোকজন না থাকায় হতাহতের ঘটনা না ঘটলেও বাসভবনের গ্লাস ভাঙচুর করা হয়েছে। ইট নিক্ষেপ করে বাসার গ্লাস ও বাড়ির সামনের পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, জয় বাংলা স্লোগান দিয়ে এসেছিল হামলাকারীরা। প্রায় একশ থেকে দেড়'শ মোটর সাইকেলের বহর আস গোপীবাগের ২য় লেনে। এরপর সেখান থেকে হামলা চালায় তারা।
জানাযায়, ইট পাটকেল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হামলাকারীরা হেলমেট পড়া অবস্থায় থাকার কারণে তাদের কাউকে চেনা যায়নি। তবে হামলার সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এ বাসায় ছিলেন না।