প্রকাশিত: 18/12/2020
দেশের প্রতি উপজেলা থেকে বছরে গড়ে ১ হাজার কর্মীকে বিদেশ পাঠানোর পরিকল্পনা করছেন সরকার। শেখ হাসিনা বলেন, বৈশ্বিক চাহিদার ভিত্তিতে কারিগরি প্রশিক্ষণ প্রদান, অভিবাসন ব্যয় হ্রাস, মধ্যস্বত্বভোগীদের জবাবদিহিতার আওতায় আনতে এবং বিভিন্ন ধরনের ডিজিটালাইজড সেবা প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে।
আজ শুক্রবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বৈদেশিক কর্মসংস্থানের বিষয়ে সামগ্রিক সচেতনতা সৃষ্টি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা আরও সুষ্ঠ ও নিরাপদ শ্রম অভিবাসন নিশ্চিত করতে সক্ষম হবো।
বাণীতে অভিবাসী দিবস উপলক্ষে বিশ্বের সব অভিবাসীসহ দেশ বিদেশে অভিবাসীদের কল্যাণে নিয়োজিত সব ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে শুভেচ্ছা জানান।