প্রকাশিত: 18/12/2020
সেনা সদর দফতর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পেনশন বিষয়ে একটি চিঠি দেয়া হয়েছে। গতকাল সকালে সেনা সদর দফতর থেকে বেগম জিয়ার গুলশানের বাসায় চিঠিটি পৌঁছে দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা পেনশন সম্পর্কিত নথি পেয়েছি। অন্য কিছু না।
বেগম খালেদা জিয়া প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রাক্তন সেনাপ্রধান জিয়াউর রহমানের স্ত্রী। ১৯৮১ সালের ৩০মে চট্টগ্রামে সার্কিট হাউজে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তিনি শহীদ হন। তার পর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পেনশন পেয়ে আসছেন।