আগামী সপ্তাহে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা

প্রকাশিত: 23/12/2020

নিজস্ব প্রতিবেদন:

আগামী সপ্তাহে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা

পৌষের শুরুতে, হাড় কাঁপানো শীত শুরু হয়েছে এবং সারা দেশে মৌসুমের শৈত্যপ্রবাহ চলছে। গত ২ দিনে তাপমাত্রা কিছুটা বেড়ে গেলেও এখন আবারও কমতে শুরু করেছে। এতে, দেশের কিছু অঞ্চলে আবারও শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া অধিদফতর জানানো হয়েছে, আগামী শুক্রবার বা শনিবার থেকে আবারও শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়বে সারা দেশজুড়ে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, গত ২ দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও বুধবার থেকে আবার তা কমতে শুরু করেছে এবং আগামী ২ দিনে শীত আরও কমার সম্ভাবনা রয়েছে। ফলে, সারা দেশে শৈত্যপ্রবাহ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহে আবারও দেশের উত্তর-মধ্যাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরুর সম্ভাবনা রয়েছে।

আজ বুধবার সন্ধ্যা ৬টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সাথে সারাদেশে আবহাওয়া শুকনো থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ভারী কুয়াশা এবং দেশের অন্য জায়গায়গুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 

আরও পড়ুন

×