প্রকাশিত: 26/12/2020
অবশেষে বৈধ কাগজপত্র বিহীন অবৈধ লেবানন প্রবাসীদের দেশে ফিরাতে নাম নিবন্ধন শুরু হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ দূতাবাসের দেয়া পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৈরুতে বিমানবন্দর রোডে ক্লাসিকো স্টিডিয়ামে প্রবাসীদের নাম নিবন্ধন শুরু হয়।
লেবাননের প্রত্যন্ত অঞ্চল থেকে নাম নিবন্ধন করতে উপস্থিত হন হাজার হাজার প্রবাসী। লেবাননের আইন শৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তায় মধ্যে দিয়ে প্রবাসীদের নাম নিবন্ধন করা হয়। আগামী ২৫শে ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে নিবন্ধন, এরপর থেকে শুরু হবে দেশে ফেরার কার্যক্রম।
প্রবাসীরা বলছেন, লেবাননের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। বর্তমান পরিস্থিতি ঠিক হওয়ার কোন লক্ষণ তারা দেখছে না। এভাবে লেবাননে পড়ে থাকার চেয়ে কষ্ট করে দেশে ফেরা অনেক ভালো বলে জানান।
উল্লেখ্য, গত ১ বছরের বেশি সময় ধরে লেবাননে চলছে রাজনৈতিক অস্থিরতা, যার ফলে দেশ জুড়ে শুরু হয়েছে অর্থনৈতিক মন্দা। একই সঙ্গে করোনার থাবা ও বৈরুত পোর্টে বিষ্ফোরণ সব মিলিয়ে অনেকটাই অচল লেবানন। যার করনে শুধু বাংলাদেশি প্রবাসীরাই নয়, ধীরে ধীরে লেবানন ছাড়ছে অন্যান্য দেশের প্রবাসীরাও।