আঠারো বছরের কম বয়সীদের কোভিড-১৯ ভ্যাকসিন লাগবে না

প্রকাশিত: 28/12/2020

নিজস্ব প্রতিবেদন :

আঠারো বছরের কম বয়সীদের কোভিড-১৯ ভ্যাকসিন লাগবে না

আজ রবিবার দুপুরে মহাখালীর ঔষধ প্রশাসন অধিদপ্তরের ‘দু'টি ভ্যাকসিন ল্যাব’ পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বয়স ২৫ বছরের নিচে। আর আঠারো বছরের নিচে ৪০ শতাংশ মানুষ। এই মুহূর্তে এদের ভ্যাকসিনের দরকার নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা যাদের ভ্যাকসিন দিচ্ছি এদের সংখ্যা সাড়ে ৫ কোটি হবে। প্রথম ধাপে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজনের তিন কোটি ভ্যাকসিন ছয় মাসের মধ্যে ধাপে ধাপে দেয়া হবে। পরবর্তীতে আমরা কোভ্যাক্সের ভ্যাকসিন পাবো আর সেটিও একবারে দেবে না। ধাপে ধাপে দেশে আসবে। এ সাড়ে পাঁচ কোটি মানুষকের ভ্যাকসিন দিতে প্রায় এক বছরের বেশি সময় লাগবে।

তিনি আরও বলেন, প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন বাহিনীর সদস্যসহ ৬০ উর্ধ্বেদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ভ্যাকসিন দেয়া হবে।

আরও পড়ুন

×