প্রকাশিত: 29/12/2020
কক্সবাজারের উখিয়া-টেকনাফ ক্যাম্পের ১৭৭২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় দ্বিতীয় পর্বে ভাসানচরের শিবিরটি ছেড়ে যাচ্ছে। মঙ্গলবার সকালে রোহিঙ্গারা নৌবাহিনীর তত্ত্বাবধানে ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়। এর আগে তাদের কক্সবাজার শিবির থেকে চট্টগ্রামে আনা হয়।
৪ ডিসেম্বরে কক্সবাজার শরণার্থী শিবির থেকে স্থানান্তরিত হওয়ার প্রথম পর্যায়ে ১,৮৪২ রোহিঙ্গা ভাসানচরে পৌঁছেছিল।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মায়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে কয়েক লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। একই বছরের নভেম্বর মাসে সরকার কক্সবাজার থেকে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করার একটি প্রকল্প হাতে নেয়। বাংলাদেশ নৌবাহিনীকে আশ্রয়ণ -৩ নামে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়।