ফেব্রুয়ারি মাস থেকে সীমিত পরিসরে খুলছে স্কুল-কলেজ

প্রকাশিত: 30/12/2020

নিজস্ব প্রতিবেদন :

ফেব্রুয়ারি মাস থেকে সীমিত পরিসরে খুলছে স্কুল-কলেজ

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেই আগামী ফেব্রুয়ারি মাস থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আগামী বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়া হয়েছে।  

এছাড়া তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হলে আগামী বছরের জুন মাসে এসএসসি ও সমমান পরীক্ষা নেয়া হবে। এরপর জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে।

উল্লেখ্য, প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হয়। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে জনমনে প্রশ্ন ছিল। সর্বশেষ আজ কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর বিষয়ে জানালেন শিক্ষামন্ত্রী দীপু মনি।  

আরও পড়ুন

×