সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন: গণফোরাম

প্রকাশিত: 30/12/2020

নিজস্ব প্রতিবেদন:

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন: গণফোরাম

গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও গণফোরামের নির্বাহী সভাপতি, ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী এক যুক্ত বিবৃতিতে বলেন, গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বিশিষ্ট আইনজীবি ড. কামাল হোসেন ২০১৮ সালের অবৈধ ও অগ্রহণযোগ্য ৩০ ডিসেম্বরের মধ্যরাতের ভোটের নির্বাচনকে তাৎক্ষনিকভাবে প্রত্যাক্ষাণ করে দেশ ও জাতির স্বার্থে এই নির্বাচন বাতিল করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছিলেন, যা আজও কার্যকরী হয়নি এবং ভোটারবিহীন ক্ষমতাসীন বর্তমান সরকার একের পর এক ক্ষমতার অপব্যবহার ও সংবিধান পরিপন্থী কাযক্রম চালিয়ে যাচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, চলমান পৌরসভা নির্বাচনসহ বিগত দিনের স্থানীয় সরকারের নির্বাচনগুলিই প্রমাণ করে এই অথর্ব ও বিতর্কিত নির্বাচন কমিশন ও দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সঠিকভাবে সম্পন্ন হওয়া সুদূর পরাহত। তাই অনতিবিলম্বে এই নির্বাচন কমিশন ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে জাতীয় সংসদ নির্বাচনের জোর দাবি জানাচ্ছি এবং মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী জনগণ ও সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুন

×