প্রকাশিত: 30/12/2020
২০২১ সালের জানুয়ারি মাসে আরও কয়েকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদফতর থেকে এ তথ্য জানিয়েছেন।
অধিদফতর থেকে আরও জানা যায়, কুয়াশা থাকার কারণে শীত বেশি অনুভব হচ্ছে এবং জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী ২ দিন রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এরপর আবারও তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে খুলনা বিভাগসহ মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছি, দিনাজপুর, তেঁতুলিয়া, রাজারহাট, বরিশাল ও খেপুপাড়া অঞ্চলজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, কিছু এলাকায় শৈত্য প্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
মাঝারি কুয়াশা নদীর অববাহিকায় অঞ্চলগুলোতে পড়তে পারে। আগামী ৩ দিনের আবহাওয়া কিছুটা হ্রাস-বৃদ্ধি পেতে পারে।
এদিকে, মঙ্গলবার হালকা থেকে মাঝারি কুয়াশা সারা দেশ আচ্ছন্ন ছিল। দিনের বেলা রোদ দেখা গেলেও বিকেল থেকে শীত বাড়তে থাকে।