প্রকাশিত: 30/12/2020
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১৮ হাজার ৮১১ জন পুলিশ সদস্য। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩ হাজার ১৭৮ জন সদস্য করোনায় আক্রান্ত।
আক্রান্তদের মধ্যে রয়েছেন, অতিরিক্ত আইজিপি ৬ জন, ডিআইজি দশ জন, অতিরিক্ত ডিআইজি উনিশ জন, পুলিশ সুপার ১১২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১৮৭ জন, সহকারী পুলিশ সুপার ২২৮ জন, ইন্সপেক্টর ৯৫৭ জন, এসআই ৩০০৭ জন, এসআই ২৮৩৫ জন, নায়েক ৫৫০ জন, কনস্টেবল ৮৮২৩ জন, অন্যান্য ২ হাজার ৭৭ জন।