আজ থেকে ৩ দিনের জন্য ব্যাংক লেনদেন বন্ধ থাকবে

প্রকাশিত: 31/12/2020

নিজস্ব প্রতিবেদন:

আজ থেকে ৩ দিনের জন্য ব্যাংক লেনদেন বন্ধ থাকবে

আজ, বৃহস্পতিবার থেকে ৩ দিনের জন্য ব্যাংক লেনদেন বন্ধ রয়েছে। বছরের শেষ দিন এবং সাপ্তাহিক ছুটি ও ব্যাঙ্কের ছুটির দিনসহ নতুন বছরের প্রথম দুদিনে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কোনও লেনদেন হবে না।

গতকাল বুধবার ছিল এ বছর ব্যাংকিং ব্যবস্থায় লেনদেনের শেষ কার্যদিবস।

শুক্র ও শনিবার অর্থাৎ ১ ও ২ জানুয়ারী ২০২১ হ'ল সাপ্তাহিক ছুটি। তাই ছুটির কারণে দুই দিনের জন্য ব্যাংক বন্ধ থাকবে। আর ৩১ ডিসেম্বর হচ্ছে ব্যাংক হলিডে। এসব দিনে ব্যাংকগুলি চূড়ান্তভাবে হিসাব-নিকাশের জন্য খোলা থাকলেও লেনদেন হবে না।

তবে, এই সময়ে গ্রাহক কার্ডটি দিয়ে অটোমেটেড টেলার মেশিন (এটিএম) থেকে টাকা উত্তোলন করা যাবে । অনলাইন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করা যাবে।
 

 

আরও পড়ুন

×