প্রকাশিত: 15/10/2019
রাজধানীতে হতে যাচ্ছে আরও দুটি মেট্রোরেল ,খরচ হচ্ছে প্রায় ৯৪ হাজার কোটি টাকা
ঢাকা শহরে হতে চলে চলেছে আরও দুটি মেট্রোল । এতে খরচ হতে যাচ্ছে ৯৪ হাজর কোটি টাকা ।আজ মঙ্ললবার সভা ২টি পাস হয়েছে । নতুন এই মেট্রোরেলের মধ্যে একটি হবে । বিমানবন্দর থেকে নতুন বাজার , বাড্ডা হয়ে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত ।এর দৈর্ঘ্য হবে প্রায় ৩১ কিলোমিটার । এ্ই মেট্রোরেলের নাম হবে , ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট বা লইন-১ । আরও একটি মেট্রোল হবে সেটা হলো সাভারের হেমায়েতপুর থেকে আমিনবাজার , গাবতলী , ও মিরপুর-১, কচুক্ষেত, বনানী , গুলশান-২,নতুনবাজার হয়ে ভাটারা পর্যন্ত হবে ।এর দৈর্ঘ্য হবে ২০ কিলোমিটার । আ এর নাম থাকবে এমআরটি -৫ নামে পরিচিত হবে।
প্রথম দফায় খরচ হবে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা আর শেষ হবে ২০২৬ সালর জুন মাস । আর দ্বিতীয়টি তে খরচ হবে ৪১ হাজার ২৩৮ কোটি টাকা । শেষ হবে ২০২৮ সালে ডিসেম্বর মাসে ।