রাজধানীতে হতে যাচ্ছে আরও দুটি মেট্রোরেল,খরচ হচ্ছে প্রায় ৯৪ হাজার কোটি টাকা 

প্রকাশিত: 15/10/2019

নিজেস্ব প্রতিবেদন

রাজধানীতে হতে যাচ্ছে আরও দুটি মেট্রোরেল,খরচ হচ্ছে প্রায় ৯৪ হাজার কোটি টাকা 

রাজধানীতে হতে যাচ্ছে আরও দুটি মেট্রোরেল ,খরচ হচ্ছে প্রায় ৯৪ হাজার কোটি টাকা 

ঢাকা শহরে হতে চলে চলেছে আরও দুটি মেট্রোল । এতে খরচ হতে যাচ্ছে ৯৪ হাজর কোটি টাকা ।আজ মঙ্ললবার সভা ২টি পাস হয়েছে । নতুন এই মেট্রোরেলের মধ্যে একটি হবে । বিমানবন্দর থেকে নতুন বাজার , বাড্ডা হয়ে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত ।এর দৈর্ঘ্য হবে প্রায় ৩১ কিলোমিটার । এ্ই মেট্রোরেলের নাম হবে , ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট বা লইন-১ । আরও একটি মেট্রোল হবে সেটা হলো সাভারের হেমায়েতপুর থেকে আমিনবাজার , গাবতলী , ও মিরপুর-১, কচুক্ষেত, বনানী , গুলশান-২,নতুনবাজার হয়ে ভাটারা পর্যন্ত হবে ।এর দৈর্ঘ্য হবে ২০ কিলোমিটার । আ এর নাম থাকবে এমআরটি -৫ নামে পরিচিত হবে। 
প্রথম দফায় খরচ হবে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা আর শেষ হবে ২০২৬ সালর জুন মাস । আর দ্বিতীয়টি তে খরচ হবে ৪১ হাজার ২৩৮ কোটি টাকা । শেষ হবে ২০২৮ সালে ডিসেম্বর মাসে । 

আরও পড়ুন

×