করোনার ভ্যাকসিনটি ৪২৫ টাকায় পাওয়া যাবে

প্রকাশিত: 03/01/2021

নিজস্ব প্রতিবেদন:

করোনার ভ্যাকসিনটি ৪২৫ টাকায় পাওয়া যাবে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার ভ্যাকসিনের বিষয়ে দ্রুত সিদ্ধান্তের কারণে অন্যান্য অনেক দেশের তুলনায় স্বল্প সময়ে বাংলাদেশ এই টিকা পাবে। প্রায় ৬ কোটি লোকের জন্য ভ্যাকসিনের অর্ডার নিশ্চিত করা হয়েছে। পর্যায়ক্রমে আরও অর্ডার দেওয়া হবে।

শনিবার (২ জানুয়ারি) মানিকগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, অক্সফোর্ড ভ্যাকসিনটি সর্বোচ্চ ৫ ডলারে (যা বাংলাদেশি টাকায় ৪২৫ টাকা) পাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শীঘ্রই অক্সফোর্ড ভ্যাকসিন অনুমোদন দেবে। তিনি আরও বলেন, এই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়াও কম রয়েছে।

তিনি জানান, ভ্যাকসিনের প্রথম চালান আসবে এ মাসেই। অক্সফোর্ড ভ্যাকসিনটি ৩ কোটি ডোজ পাওয়া যাবে, প্রথম চালানে থাকবে ৫০ লাখ ডোজ। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে, কে প্রথম টিকা পাবেন। তিনি আরও বলেন, ভ্যাকসিন দেওয়ার পরেও মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।
 

আরও পড়ুন

×