জরুরি ভিত্তিতে ভারত থেকে দেড় লক্ষ মেট্রিক টন চাল আমদানি করবে সরকার

প্রকাশিত: 07/01/2021

নিজস্ব প্রতিবেদন :

জরুরি ভিত্তিতে ভারত থেকে দেড় লক্ষ মেট্রিক টন চাল আমদানি করবে সরকার

এবার জরুরি ভিত্তিতে পাশের দেশ ভারত থেকে দেড় লক্ষ মেট্রিক টন চাল আমদানি করবে সরকার। এর মধ্যে থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন আতপ চাল ও এক লক্ষ মেট্রিক টন নন-বাসমতি চাল আমদানি করা হবে।

গতকাল বুধবার বছরের প্রথম অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল আমদানির সিদ্ধান্ত অনুমোদন দেন।

বৈঠক শেষে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল এ সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড থেকে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে এই চাল বাংলাদেশে আসবে।

আরও পড়ুন

×