১০ জানুয়ারি আমাদের রক্তার্জিত স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল : তথ্যমন্ত্রী

প্রকাশিত: 10/01/2021

নিজস্ব প্রতিবেদন :

১০ জানুয়ারি আমাদের রক্তার্জিত স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের স্বাধীনতা সেদিনই পূর্ণতা পেয়েছিল, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে ১০ জানুয়ারি বাংলাদেশে আসেন।

গতকাল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী হকার্স লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ১০ জানুয়ারি দেশের মাটিতে পদার্পণ করে বিমানবন্দর থেকে ছুটে গেছেন সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতাকে এক পলক দেখার জন্য উন্মুখ লাখো মানুষের কাছে। সেই দিন লাখো জনতার সম্মুখে তিনি বলেছিলেন, দেশের মানুষেরা দেশকে স্বাধীন করেছে, তাকে মুক্ত করে এনেছে, তাদের রক্তের ঋণ তিনি বুকের রক্ত দিয়ে শোধ করতে প্রস্তুত। 

এসময় হাছান মাহমুদ আরও বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির যে ৭.৪ শতাংশের রেকর্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে গিয়েছিলেন, ৪০ বছর পরে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা তা অতিক্রম করতে পেরেছি। 

আরও পড়ুন

×